Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন

 

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সিটিজেন চার্টার

 

১৯৬১ সালের ১৬ ই অক্টোরব ৩৭  নং অধ্যাদেশ বলে ইস্ট পাকিস্তান এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন (ইপিডডিসি) প্রতিষ্ঠা লাভ করে, যা বর্তমানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নামে পরিচিত।

 

কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থাঃ হিসাবে বিএডিসি কৃষি উপকরণ ও প্রযুক্তিসমূহ মাধে সরবরাহকারলেণ এবং দেশকে খাদ্যে স্বয়ংসম্পর্ণ করে তোলা ও জনগণের খাদ্য নিরাপত্ত অর্জনে অব্যাহত ভূমিকা পালনে সহায়তা করতে অঙ্গীকারবদ্ধ। এ অঙ্গীকার বাস্তবায়নে বিএডিসি’র প্রশাসন উইং, অর্থ উইং, বীজ ও উদ্যান উইং, ক্ষুদ্র সেচ উইং এবং সার ব্যবস্থাপনা উইং একযোগে কাজ করে যাচ্ছে।

 

উল্লিখিত উইংগুলোর মধ্যে বীজ ও উদ্যানম ক্ষুদ্রসেচ এবং সার ব্যবস্থাপনা উইং সরাসরি মাঠ পর্যায়ে সেবা প্রদান করে থাকে এবং প্রশাসন ও অর্থ উইং সহায়ক সেবা প্রদানের কাজে নিয়োজিত রয়েছে। বিএডিসি’র উইংওয়ারী সিটিজেন চার্টার নিম্নরুপঃ

 

বীজ ও উদ্যান উইংঃ সিটিজেন চার্টার

 

ক্রমিক নং

কাজ/সেবার নাম

উপস্থাপন/নিষ্পত্তির সময়কাল

মন্তব্য

১।

বীজনীতি সংজান্ত পরিকল্পনা প্রণয়ন ও

বাস্তবায়নে জন্য সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে দ্রুততার সাথে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কাজ সম্পাদন।

বীজনীতি সরকার

কর্তৃক প্রণয়ন করা

হয়।

২।

গবেষণা প্রতিষ্ঠান হতে সংগৃহীত Breeder Seed দ্বারা Foundation Seed উৎপাদন যা পরবর্তীতে প্রত্যায়িত/

মানঘোষিত বীজ উৎপাদনপূর্বক কৃষকদের মাঝে বিতরণ।

বীজ উৎপাদন ও বিতরণ মৌসুমে কৃষকের আবেদন/চাহিদার

 

৩।

উন্নত বীজ উৎপাদনে চুক্তিবদ্ধ চাষী ও বেসরকারী পর্যায়ে বীজ উৎপাদনের জন্য কৃষক পর্যায়ে কারিগরি পরামর্শ ও সহায়তা দানের মাধ্যমে প্রত্যায়িত/মানঘোষিত বীজ উৎপাদন।

কৃষক পর্যায়ে কারিগরি পরামর্শ ও সহায়তা সেবা সারা বছর ব্যাপী প্রদান করা হয়।

 

৪।

উৎপাদিত বীজ প্রজিয়াজাতকরণ পূর্বক কৃষকদের নিকট বিতরণ।

বীজ বিতরণ মৌসুমে ফসল ভিত্তিক নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন।

 

৫।

বেসরকারি খাতে প্রত্যায়িত বীজ অব্যাহত উৎপাদন, প্রজিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণের উৎসাহ ও কারিগরি পরামর্শ সেবাসহ প্রশিক্ষণ প্রদান।

বেসরকারী পর্যায়ে কারিগরি পরামর্শ ও সহায়তা সেবা ‘‘আগে আসলে আগে পাবেন’’ ভিত্তিতেউৎপাদন ও বিতরণ মৌসুমে প্রদান করা হয়।

বেসরকারী পর্যায়ে

চাহিদা অনুসারে বাস্তবায়ন করা হয়।

৬।

উন্নত বীজ উৎপাদন, সংগ্রহ, প্রজিয়াজাতকরণ, সংরক্ষণ,বিপণন ও সীমিত আকারে বীজ শিল্প উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠান/ ব্যক্তিকে সেবা প্রদান।

বেসরকারী প্রতিষ্ঠান/ব্যক্তি পর্যায়ে কারিগরি পরামর্শ ও সহায়তা সেবা ‘‘আগে আসলে আগে পাবেন’’ ভিত্তিতে উৎপাদন ও বিতরণ মৌসুমে

প্রদান।

পরিকল্পনা অনুযায়ী

বাস্তবায়ন করা হবে।

 

৭।

প্রাকৃতিক ও অন্যান্য যে কোন কারণে দূর্যোগের পর দূর্গত এলাকায় সরবরাহ করার জন্য আপৎকালীন বীজ মজুদ রাখা এবং তা কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিতরণ করা।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রাপ্তির সঙ্গে সঙ্গে বীজ বিতরণ কার্যজম বাস্তবায়ন করা হয়।

 

৮।

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিজ্ঞানী কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের বীজ উৎপাদন ও বিতরণ কার্যজমকে ত্বরান্বিত করা।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রাপ্তির সঙ্গে সঙ্গে বীজ উৎপাদন ও বিতরণ কার্যজম বাস্তবায়ন করা হয়।

 

৯।

দানা জাতীয় শস্য, পাট ও অন্যান্য বীজ উৎপাদনে সার্বিক সেবা প্রদান এবং শংকর বীজ উৎপাদন ও বাজারজাতকরণ।

দেশের চাহিদার আলোকে ফসলের মৌসুম ভিত্তিক উৎপাদন কার্যজম ও সেবা প্রদান করা হয়।

 

১০।

উদ্যান ফসলের বীজ/চারা উৎপাদনের পাশাপাশি ব্যক্তি খাতে বাণিজ্যিক উৎপাদনের নিমিত্তে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সেবা প্রদান।

বাণিজ্যিক উৎপাদনের জন্য কারিগরি পরামর্শ ও সহায়তা সেবা ‘‘আগে আসলে আগে পাবেন’’ ভিত্তিতে সেবা প্রদান।

 

১১।

উদ্যান ফসলের অভ্যন্তরীণ/রপ্তানি বাজার সম্প্রসারণের জন্য ভৌত সুবিধা এবং প্রযুক্তিগত উনড়বয়ন। এ ছাড়া রপ্তানির জন্য আর্ন্তজাতিক বিমানবন্দরে অবস্থিত হিমাগারের মাধ্যমে

ফলমূল, শাকসব্জী ও মৎস্য পচন থেকে রক্ষার জন্য ভাড়া ভিত্তিক ট্রানজিট গুদাম হিসেবে সেবা প্রদান করা।

সেবা গ্রহণকারীর চাহিদামত ‘‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে’’ সারা বছর ভৌত সুবিধা প্রদান এবং প্রযুক্তিগত উন্নয়নে সেবা/পরামর্শ

প্রদান করা হয়।

 

পরিকল্পনা এবং

Capacity

অনুযায়ী বান্তবায়ন

হবে।

১২।

সবজি, চারা, কলম এবং উদ্যান ফসলের উন্নয়ন ও বাজার সম্প্রসারণ।

 

সারা বছরব্যাপী সবজি ও উদ্যান ফসলের উন্নয়ন ও বাজার সম্প্রসারণ কার্যজম অব্যাহত থাকে।

 

১৩।

পাটবীজ বিভাগের নশিপুর খামারসহ অন্য চারটি (গাজীপুর,কুমিললা, চট্টগ্রাম ও রাজশাহী) স্থানে অবস্থিত হাসকিং মেশিন দ্বারা উত্তরবঙ্গে উৎপাদিত কাটারিভোগসহ অন্যান্য সুগন্ধি ধানের চাল ভাঙ্গানো/পলিশিং করার সেবা প্রদান।

কৃষকের চাহিদা অনুসারে ‘‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে’’ সারা বছর সেবা প্রদান করাহয়।

 

মেশিনের কর্মদক্ষতা

এবং কৃষকের

চাহিদার উপর

নির্ভরশীল।

১৪।

পার্বত্যঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন উপযোগী ফলবাগান ও মসলা উনড়বয়ন কর্মসূচী প্রণয়ন ও বান্তবায়ন।

অগ্রাধিকার ভিত্তিতে স্থানীয় পার্বত্যঞ্চলের কৃষদেরকে সারা বছর সেবা প্রদান করা হয়।

 

১৫।

আলুর ক্ষেত্রে টিস্যু কালচারের মাধ্যমে খামারে উন্নত ব্রীডার ও ভিত্তি শ্রেণীর বীজ উৎপাদন এবং তা থেকে পরবর্তীতে চুক্তিবদ্ধ চাষীর মাধ্যমে প্রত্যায়িত/মানঘোষিত বীজ উৎপাদন, নিজস্ব হিমাগারের সংরক্ষণ ও কৃষক পর্যায়ে সরবরাহ প্রদানের মাধ্যমে সেবা প্রদান।

 

চাহিদার ভিত্তিতে কৃষক পর্যায়ে টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত পলান্টলেট ও মিনি টিউবার ‘‘আগে আসলে আগে পাবেন’’ ভিত্তিতে সরবরাহ ও কারিগরি সেবা প্রদান করা হয়।

 

পরিকল্পনা অনুযায়ী

বান্তবায়ন হবে।